অ্যাকসেসিবিলিটি লিংক

সামরিক শাসককে উৎখাতের ঘোষণা বুরকিনা ফাসোর সেনাবাহিনীর


রাষ্ট্রীয় টেলিভিশন থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন কিসওয়েন্দসিদা ফারুক আজারিয়া সোর্গো, বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগু-তে এক বিবৃতি পাঠ করছেন, ৩০ সেপ্টেম্বর ২০২২।
রাষ্ট্রীয় টেলিভিশন থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন কিসওয়েন্দসিদা ফারুক আজারিয়া সোর্গো, বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগু-তে এক বিবৃতি পাঠ করছেন, ৩০ সেপ্টেম্বর ২০২২।

বুরকিনা ফাসো’র সেনাবাহিনীর ক্যাপ্টেন, ইবরাহিম ট্রাওর শুক্রবার ঘোষণা দেন যে, দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং সামরিক নেতা পল অঁরি দামিবা-কে ক্ষমতাচ্যুত করেছে। দামিবা নিজেই মাত্র আটমাস আগে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন।

এক বিবৃতিতে ট্রাওর বলেন যে, দামিবা-কে জানুয়ারিতে ক্ষমতা দখলে সাহায্য করেছিল এমন একদল সেনা কর্মকর্তা সিদ্ধান্ত নেন যে, দামিবা দেশটিকে নিরাপদ করতে আর সক্ষম নন। বুরকিনা ফাসো ক্রমবর্ধমান ইসলামী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে।

ট্রাওর এর স্বাক্ষরিত ঐ বিবৃতিটি আরেক সামরিক কর্মকর্তা শুক্রবার দিনের শেষদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করেন।

ট্রাওরের বিবৃতিতে বলা হয়, “অবনতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে, আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম যাতে দামিবা এই অন্তবর্তী সময়ে নিরাপত্তা বিষয়ে মনোযোগ দেন।”

জানুয়ারিতে যখন প্রেসিডেন্ট রশ কাবোরে-কে ক্ষমতাচ্যুত করে দামিবা ক্ষমতায় আসেন, তখন তিনি অঙ্গীকার করেছিলেন যে, তিনি দেশটিকে আরও নিরাপদ করবেন। তবে, দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

দামিবা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে মাত্রই দেশে ফিরেছিলেন।

দেশটির নতুন সামরিক নেতৃত্ব জানিয়েছে যে, তারা জাতীয় সংসদ ভেঙে দিচ্ছে। তারা এও ঘোষণা দেয় যে, বুরকিনা ফাসোর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাত ৯টা থেকে আরম্ভ করে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকানদেরকে নিজেদের চলাচল সীমিত করতে সতর্ক করেছে এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো সম্পর্কে অবহিত থাকতে বলেছে।



XS
SM
MD
LG