অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে হতাহতের ঘটনায় পুলিশ প্রধানসহ কয়েকজনকে পদ থেকে অপসারণ


ফুটবল ক্লাব আরেমা এফসির সমর্থকরা সোমবার ইন্দোনেশিয়ার মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়ামের বাইরে শনিবারের ফুটবল ম্যাচের ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করছেন। ৩ অক্টোবর, ২০২২।
ফুটবল ক্লাব আরেমা এফসির সমর্থকরা সোমবার ইন্দোনেশিয়ার মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়ামের বাইরে শনিবারের ফুটবল ম্যাচের ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করছেন। ৩ অক্টোবর, ২০২২।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ফুটবল স্টেডিয়ামের ভিতরে কাঁদানে গ্যাস ছোঁড়ার কারণে পদদলিত হয়ে কমপক্ষে ১২৫ জন নিহত হওয়ার ঘটনায় সোমবার নয় কর্মকর্তাসহ এক পুলিশ প্রধানকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। কাঁদানে গ্যাস ছোঁড়ার দায়ে আরও অন্য ১৮ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

জাভার পূর্বাঞ্চলের মালাং শহরের ঐ ম্যাচে ১৭ শিশু সহ তাদের প্রিয়জনদের হারানোর ঘটনাটি বোঝার চেষ্টা করছেন বিচলিত পরিবারের সদস্যরা। ঐ খেলা দেখার জন্য সেদিন শুধুমাত্র ঘরোয়া দল আরেমা এফসি ভক্তরা উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার হিংসাত্মক ফুটবল প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসের কারণে আয়োজক, সফরকারী দল পারসেবায়া সুরাবায়ার সমর্থকদের নিষিদ্ধ করেছিল।

ক্রীড়া অঙ্গনে শনিবার রাতের ঘটনাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনার একটি।

সোমবার স্টেডিয়ামের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আরেমার খেলোয়াড় ও কর্মকর্তারা।

প্রধান প্রশিক্ষক হাভিয়ের রোকা বলেন, "আমরা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইতে এসেছি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, বা যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"

সোমবার রাতে, কালো শার্ট পরা প্রায় এক হাজার ফুটবল অনুরাগী ঐ ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করার জন্য জাকার্তার স্যাটেলাইট শহর বেকাসির একটি ফুটবল স্টেডিয়ামে মোমবাতি জ্বেলে সমবেত হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ৪২ হাজার আরেমা সমর্থকের কয়েকজন ২৩ বছর পর পার্সেবায়ার বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে খেলা হারার পর ক্ষোভে মাঠে ছুটে যায়। কেউ কেউ খেলোয়াড় ও ফুটবল কর্মকর্তাদের দিকে বোতল ও অন্যান্য জিনিস ছুঁড়ে মারে। স্টেডিয়ামের বাইরে অন্তত পাঁচটি পুলিশের গাড়ি উল্টে দেয়ার পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে বেশিরভাগ মৃত্যু ঘটে যখন দাঙ্গা পুলিশ সহিংসতা বন্ধ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্যালারিতে দাঁড়ানো সমর্থকেরা সেসময় আতঙ্কিত হয়ে বেরিয়ে যাবার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন। মৃত ১২৫ জনের বেশির ভাগই পদদলিত বা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

XS
SM
MD
LG