অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান কুর্দিস্তান অঞ্চলের কাছে সৈন্য বাড়িয়েছে, স্থল অভিযানের হুমকি দিয়েছে


জার্গওয়েজ এলাকায় ইরানের আন্তঃসীমান্ত হামলার পরের দৃশ্য। ইরান আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় যা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ভিত্তিক গোষ্ঠীকে অভিযুক্ত করার পর নয়জন নিহত হয়। ২৮ সেপ্টেম্বর, ২০২২।
জার্গওয়েজ এলাকায় ইরানের আন্তঃসীমান্ত হামলার পরের দৃশ্য। ইরান আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় যা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ভিত্তিক গোষ্ঠীকে অভিযুক্ত করার পর নয়জন নিহত হয়। ২৮ সেপ্টেম্বর, ২০২২।

ইরান সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কাছে পশ্চিম সীমান্তে নতুন করে সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ইরাকি কুর্দিস্তানে আন্তঃসীমান্ত স্থল আক্রমণ শুরু করার হুমকি দিয়েছে, ভয়েস অফ আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একজন সিনিয়র ইরাকি কুর্দি কর্মকর্তা।

কর্মকর্তা বলেন, " ইরান কুর্দিস্তান অঞ্চলের কাছে বাহিনীর সমাবেশ ঘটিয়েছে এবং ইরাকি সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের মাধ্যমে, কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে একটি বার্তা পাঠিয়েছে যে পূর্ব কুর্দিস্তানে ইরানি কুর্দি জঙ্গি বাহিনী যদি এলাকাটি থেকে সরে না যায় তবে তারা একটি স্থল অভিযান চালাতে পারে।" .

ওই কর্মকর্তা আরো বলেছেন যে ইরানের "বার্তার" পরে, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদ খালিদ ইরানের কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান (কেডিপিআই) এবং ইরানী কুর্দিস্তান শ্রমিকদের বিপ্লবী সমিতির নেতাদের সাথে দেখা করেছেন এবং ইরানি অনুপ্রবেশ ঠেকাতে পার্বত্য সীমান্ত অঞ্চল থেকে তাদের পেশমার্গ যোদ্ধাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ইরানি কুর্দিস্তানের শ্রমিকদের বিপ্লবী সমিতির মুখপাত্র আত্তা সাকজি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, "ইরান সীমান্তে প্রচুর বাহিনী এনেছে এবং এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভিতরে পূর্ব কুর্দিস্তানের রাজনৈতিক কর্মীদের হত্যার হুমকি রয়েছে।"

সাকজি আরো বলেছেন, "দীর্ঘদিন ধরে কুর্দি দলের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু পূর্ব ইরানি কুর্দিস্তানে কুর্দিদের বিক্ষোভ ও বিদ্রোহের পর ইরান প্রকাশ্যে কুর্দি দলগুলোর উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।"

কুর্দিস্তান অঞ্চলে ইরানের সামরিক আন্দোলন সম্পর্কে ওয়াশিংটন সচেতন কিনা এমন প্রশ্নের জবাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, তার কাছে "কোনও সুনির্দিষ্ট তথ্য নেই", তবে তিনি আরো বলেন যে "ইরাকের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় কোনও লঙ্ঘনের বিষয় আমরা গুরুত্ব দিয়ে দেখব।"

XS
SM
MD
LG