অ্যাকসেসিবিলিটি লিংক

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছেন এরদোয়ান; মিত্রদের উদ্বেগ


চেক প্রজাতন্ত্রেন প্রাগে ই্উরোপিয়ান পলিটিকাল কমিউনিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান, অক্টোবর ৬,২০২২।
চেক প্রজাতন্ত্রেন প্রাগে ই্উরোপিয়ান পলিটিকাল কমিউনিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান, অক্টোবর ৬,২০২২।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য ফোনে আলোচনা করেছেন। ঐ আলোচনাকে মস্কোর সাথে তুরস্কের সম্পর্ক এবং এর আনুগত্যের অবস্থান নিয়ে নেটোতে তুরস্কের কিছু সহযোগির মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

এরদোয়ানের কার্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে এই ফোনালাপের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট ইউক্রেনে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে তাঁর কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। পুতিনের সঙ্গে এরদোয়ানের গত কয়েক মাসে তিনটি মুখোমুখি বৈঠকের পরে এই ফোনালাপ হলো।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর করতে অস্বীকার করা সহ তুর্কি নেতার সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা, তার পশ্চিমা অংশীদার এবং নেটোর প্রতি তুরস্কের প্রতিশ্রুতি সম্পর্কে ক্রমবর্ধমান প্রশ্ন উঠছে।

তবে তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা মেসুত কাসিন যিনি ইস্তাম্বুলের ইয়েডিটেপে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বলেছেন, প্রতিবেশীদের মধ্যে এ ধরনের আলোচনা স্বাভাবিক।

তিনি বলেন, “তুরস্ক নেটোর সদস্য এবং তা অব্যাহত থাকবে এবং তা তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেটোজোটের সম্পর্ক এক জিনিষ এবং রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য কিছু।এ দুটিকে আলাদা বিষয় হিসেবে দেখতে হবে। রাশিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইউক্রেনের ব্যাপারে তুরস্কের নিরপেক্ষ নীতি নেটোর উপকারের জন্য”।

তবে তুর্কি-রাশিয়ার আর্থিক সম্পর্ক গভীর করা নিয়ে পশ্চিমাদের ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞার হুমকির মুখে তুরস্কের ব্যাংকগুলো গত মাসে রাশিয়ার মীর পেমেন্ট সিস্টেম থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। মস্কো রাশিয়ার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের উপর নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যাবার জন্য এই সিস্টেমটি ব্যবহার করছিল। তবে বিশ্লেষকরা বলছেন, আঙ্কারা তার পশ্চিমা মিত্রদের উপর প্রভাব বজায় রেখেছে। সুইডেন ও ফিনল্যান্ডের নেটোতে যোগদানের অনুমতির জন্য তুরস্কের অনুমোদনের প্রয়োজন রয়েছে। বৃহস্পতিবার এরদোয়ান নেটোতে সুইডেনের অন্তর্ভূক্তির প্রস্তাব বন্ধ করার জন্য পুনরায় হুমকি দিয়েছেন।

ভৌগোলিকভাবে তুরস্ক রাশিয়া, ইউক্রেন এবং ইরান ও সিরিয়ার মতো অন্যান্য অশান্ত অঞ্চলের কাছাকাছি থাকায় পর্যবেক্ষকরা বলছেন, এরদোয়ান তার দেশের কৌশলগত গুরুত্ব এবং পশ্চিমা মিত্রদের অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন।

XS
SM
MD
LG