অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাটিং অন্যতম ক্ষেত্র, আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে: সাকিব আল হাসান


দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন একটি শট খেলছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ১ সেপ্টেম্বর, ২০২২।
দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন একটি শট খেলছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ১ সেপ্টেম্বর, ২০২২।

নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় হারের পর, বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বললেন, “আমাদের উন্নতি করতে হবে।” এর আগে, চলমান ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম পরাজয়ের পর, বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, “টি-টোয়েন্টিতে ভালো করতে হলে উন্নতি করতে হবে।”

ওয়ানডেতে বাংলাদেশকে শক্তিশালী দলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। যখন টি-টোয়েন্টির কথা আসে তখন বাংলাদেশকে এমন একটি দল মনে হয়, যাদের কী করা উচিত সে সম্পর্কে কোনো ধারণা নেই।

ম্যাচ শেষে সাকিব গণমাধ্যমকে বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি এবং কোনো ম্যাচে কোনো গতিও পাইনি।”

দলের সেরা তিন ব্যাটার ব্ল্যাকক্যাপদের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরির জন্য যা করা প্রয়োজন ছিল তা করতে পারেনি। তারপরও সাকিব ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামেন।

এর কারণ কী হতে পারে? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, “ইনিংসের মাঝপথে ডানহাতি-বামহাতির সমন্বয়ের জন্য এমনটা করা হয়েছে।”

সাকিব বলেন, “ব্যাটিং এমন একটি অন্যতম ক্ষেত্র, যেখানে আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে এবং সেটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাব। দুটি ম্যাচ হারলে নিজেদের শক্তি ধরে রাখা কঠিন। বিশ্বকাপ আসছে, তাই পরের দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

গত দুই বছরে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট স্থায়ী ওপেনিং জুটি নির্ধারণে হিমশিম খাচ্ছে। টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসরের পর সমস্যা আরও তীব্র হয়েছে।

সাম্প্রতিক ম্যাচে, বাংলাদেশ পরীক্ষামূলক ওপেনিং জুটি হিসেবে মেহেদী হাসান ও সাব্বির রহমানকে মাঠে নামিয়েছে। নতুন অবস্থানে এখন পর্যন্ত ভালো করছে মেহেদী। এছাড়া, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে এনেছে।

XS
SM
MD
LG