অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার ভাড়াটে সৈন্যদল যুদ্ধ করছে: ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক


ইউক্রেনের ক্রিভি রিহ-তে ডিফেন্ডার অফ ইউক্রেন দিবসে রাশিয়ার ধ্বংসপ্রাপ্ত সামরিক যানের প্রদর্শনী দেখছেন মানুষজন, ১৪ অক্টোবর ২০২২।
ইউক্রেনের ক্রিভি রিহ-তে ডিফেন্ডার অফ ইউক্রেন দিবসে রাশিয়ার ধ্বংসপ্রাপ্ত সামরিক যানের প্রদর্শনী দেখছেন মানুষজন, ১৪ অক্টোবর ২০২২।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে শুক্রবার টুইটারে পোস্ট করা এক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে বলে, “গত তিনদিনে রুশপন্থী বাহিনীগুলো ডনেটস্ক ওব্লাস্টের বাখমুত শহরের কেন্দ্র অভিমুখে কৌশলগত অগ্রগতি সাধন করেছে।”

তাতে বলা হয়, “২য় আর্মি কোর এর অংশ, লুহানস্ক অঞ্চলে রুশপন্থী আধাসামরিক বাহিনী, খুব সম্ভবত শহরটির দক্ষিণে অবস্থিত ওপিটাইন ও ইভানগ্রাড গ্রামে অগ্রসর হয়েছে। জুলাই এর শুরুর দিক থেকে সেখানে রুশ নিয়মিত বাহিনী বা বিচ্ছিন্নতাবাদী বাহিনী যদি অপর কোন বসতি দখল করেও থাকে, তাহলেও তা মাত্র কয়েকটিই হবে।”

প্রতিবেদনটিতে বলা হয়, “তবে, ওয়্যাগনার গ্রুপ নামের বেসরকারি সামরিক কোম্পানীর নেতৃত্বাধীন বাহিনী, ডনব্যাসে আঞ্চলিকভাবে কিছু জায়গা দখল করেছে: ওয়্যাগনার খুব সম্ভবত বাখমুতের লড়াইয়ে এখনও ব্যাপকভাবে জড়িত।”

গোয়েন্দা প্রতিবেদনটিতে আরও বলা হয়, “রাশিয়া খুব সম্ভবত বাখমুত দখল করাকে ক্র্যামাটরস্ক-স্লোভিয়ানস্ক পৌর এলাকায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটি প্রাথমিক [লক্ষ্যবস্তু] হিসেবে দেখে, যেই পৌর এলাকাটি ডনেটস্ক ওব্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন জনবসতি, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।”

টুইটারে দেওয়া তথ্যে বলা হয় যে, যখন রাশিয়া “ডনব্যাসের মধ্যাঞ্চলে আগ্রাসী অভিযান পরিচালনা করা অব্যাহত রেখেছে এবং খুব ধীরগতিতে অগ্রগতি করছে”, তখন রুশ অভিযানটি “সেটির উত্তর ও দক্ষিণের প্রান্তে ইউক্রেনের চাপের কারণে এবং গোলাবারুদ ও সেনার গুরুতর স্বল্পতার কারণে অবদমিত হয়ে পড়েছে।”

XS
SM
MD
LG