অ্যাকসেসিবিলিটি লিংক

আবার রুশ ও তুর্কি নেতাদের বৈঠক, উদ্বিগ্ন পশ্চিম


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান কাজাখাস্তানের আসতানায়, ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত তাদের বৈঠকের সময় করমর্দন করছেন। ১৩ অক্টোবর, ২০২২।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান কাজাখাস্তানের আসতানায়, ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত তাদের বৈঠকের সময় করমর্দন করছেন। ১৩ অক্টোবর, ২০২২।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান তার রুশ সমপক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গত বৃহস্পতিবার কয়েকমাসের মধ্যে চতুর্থবারের মতো বৈঠক করেন। রাশিয়ার সাথে ঘন ঘন বৈঠক এবং ঘনিষ্ঠ সম্পর্ক তুরস্কের পশ্চিমা মিত্রদের মধ্যে এই উদ্বেগ বাড়িয়ে তুলছে যে, আঙ্কারা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে প্রতারণা করছে।

ইস্তাম্বুল চুক্তি নামে পরিচিত, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার শস্য চুক্তি সম্পাদনে মধ্যস্থতায়, আঙ্কারা জাতিসংঘকে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বৃহস্পতিবার পুতিন ঐ চুক্তির বাস্তবায়নের সমালোচনা করেন।তিনি দাবি করেছেন, যে দেশগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলো এই চুক্তি থেকে উপকৃত হচ্ছে না।

আগামী মাসে চুক্তিটি নবায়ন করার কথা রয়েছে।

মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে, আঙ্কারা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর করতে অস্বীকার করেছে। এই সপ্তাহে একটি প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা কার্যকর না করার জন্য আঙ্কারার কঠোর সমালোচনা করেছে। তারা সতর্ক করেছে যে ইউরোপীয় বানিজ্যক প্রতিষ্ঠানগুলো বিধিনিষেধ এড়াতে তুরস্ককে ব্যবহার করতে পারে।

ওয়াশিংটনও উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার পুতিন রাশিয়ার গ্যাস বিতরণের কেন্দ্র হিসেবে তুরস্ককে ব্যবহার করার পরামর্শ পুনরুল্লেখ করেছেন। আসলে,ইউরোপে রাশিয়ার গ্যাস বিতরণের উদ্দেশ্য এই পরামর্শ পুনরুল্লেখ করা হয়। পুতিনের এমন পরামর্শের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন উদ্বেগ জানানো হলো।
এই প্রস্তাবের বিষয়ে এরদোয়ান কোনো মন্তব্য করেননি।

আঙ্কারা এটিকে নিষেধাজ্ঞা ভঙ্গ নয় বলে উল্লেখ করেছে। তবে. পর্যবেক্ষকরা বলছেন,এরদোয়ন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য একটি অপেক্ষাকৃত নিরাপদ পথে হাঁটছেন। মস্কোর সাথে সম্পর্কের কারণে, তুরস্কের ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এবং এ কারণে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে; এটা জেনেও তিনি তা করছেন।


XS
SM
MD
LG