অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রতি “বন্ধুত্বের হাত বাড়াতে” প্রস্তুত, বললেন গ্রীসের প্রধানমন্ত্রী


এথেন্সের ম্যাক্সিমোস ম্যানসন-এ জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজের (ছবিতে নেই) সাথে এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস, ২৭ অক্টোবর ২০২২।
এথেন্সের ম্যাক্সিমোস ম্যানসন-এ জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজের (ছবিতে নেই) সাথে এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস, ২৭ অক্টোবর ২০২২।

গ্রীসের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন যে, তাদের প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি “বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে” গ্রীস প্রস্তুত রয়েছে। একইসাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজদেশে গ্রীক-বিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ করেন।

এই দুই নেটো মিত্রদেশের মধ্যে উত্তেজনা ‍বৃদ্ধি পেয়েছে। দেশ দুইটির মধ্যে বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব রয়েছে এবং গত অর্ধশতাব্দীতে তারা তিনবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে এথেন্সে এক বৈঠকের পর, গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, “আমার মনোকামনা হল, দেরীতে হলেও আমাদের প্রতিবেশীরা উত্তেজনা হ্রাসের, বৈধতার, কোন বুলিসর্বস্ব হুমকিধমকি ছাড়া বরং গঠনমূলক কাজের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিবে।”

মিৎসোটাকিস বলেন, “আমার দিক থেকে বন্ধুত্বের হাত বাড়াতে আমি সবসময়ই প্রস্তুত। আর বিনা কারণে উত্তেজনার সূত্রপাত করার মত কোন সুযোগ আমাদের নেই।” তিনি আরও বলেন যে, সকল মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিৎ। আমাদের জনগণ সেটাই চায়, গ্রীক জনগণ সেটাই চায়, তুরস্কের মানুষজন সেটাই চায়, সমগ্র ইউরোপ সেটাই চায়।”

গ্রীস ও তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের মধ্যে রয়েছে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, যা কিনা জ্বালানি অনুসন্ধানের অধিকার নির্ধারণ করবে। গ্রীসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্যও তুরস্কের তোপের মুখে পড়েছে গ্রীস। তুরস্ক বলেছে এমন সামরিক উপস্থিতি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে।

জবাবে গ্রীস বলেছে যে, তারা তুরস্ক থেকে সরাসরি হুমকির সম্মুখীন। গ্রীসের দ্বীপগুলোর ঠিক বিপরীতের উপকূলে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে তুরস্কের। এছাড়াও তুরস্কের এমন সব বিবৃতিতেও গ্রীস শঙ্কিত, যাতে তুরস্কের কর্মকর্তারা এমন আভাস দিয়েছেন যে, গ্রীসের কিছু কিছু জনবসতিপূর্ণ দ্বীপের সার্বভৌমত্বের বিষয়টি বিতর্কিত হতে পারে।


XS
SM
MD
LG