অ্যাকসেসিবিলিটি লিংক

অধিকৃত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা বন্ধ করে দিচ্ছে রুশরা: জেলেন্সকি


রুশ অধিকৃত খেরসন অঞ্চল থেকে সরিয়ে আনা মানুষজন, রাশিয়ার দক্ষিণাঞ্চলের আনাপা’র এক রেলস্টেশনে এসে পৌঁছানোর পর সমবেত হচ্ছেন, ২৫ অক্টোবর ২০২২। রুশ কর্তৃপক্ষ খেরসনের বাসিন্দাদের সেখান থেকে সরে আসতে উদ্বুদ্ধ করেছে এই বলে যে, শহরটি ব্যাপক ইউক্রেনীয় গোলাবর্ষণের শিকার হতে পারে।
রুশ অধিকৃত খেরসন অঞ্চল থেকে সরিয়ে আনা মানুষজন, রাশিয়ার দক্ষিণাঞ্চলের আনাপা’র এক রেলস্টেশনে এসে পৌঁছানোর পর সমবেত হচ্ছেন, ২৫ অক্টোবর ২০২২। রুশ কর্তৃপক্ষ খেরসনের বাসিন্দাদের সেখান থেকে সরে আসতে উদ্বুদ্ধ করেছে এই বলে যে, শহরটি ব্যাপক ইউক্রেনীয় গোলাবর্ষণের শিকার হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে শুক্রবার বলেন যে, ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোর রুশ কর্তৃপক্ষ ঐ অঞ্চলগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে।

প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, “দখলদারেরা শহরগুলোতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার, যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স - সবকিছু সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। … অধিকৃত এলাকাগুলোর হাসপাতালগুলোতে থেকে যাওয়া ডাক্তারদেরকে তারা রুশ ভূখণ্ডে চলে যেতে চাপ দেয়।”

জেলেন্সকি বলেন, “রাশিয়া খেরসন অঞ্চলকে একটি সভ্যতাবিহীন এলাকায় পরিণত করছে, কোন প্রাথমিক সেবা ছাড়া, যেগুলো পৃথিবীর বেশিরভাগ দেশেই রয়েছে। রাশিয়ার আগমনের আগে, এই অঞ্চল ইউক্রেনের অন্য সকল অঞ্চলের মতই সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ ছিল, সেখানে মানুষজনের জন্য সকল ধরণের সমাজসেবা নিশ্চিত ছিল। … জীবনের নিশ্চয়তা ছিল।”

প্রেসিডেন্ট জেলেন্সকি আরও বলেন, “এখন রাশিয়া খেরসন অঞ্চলকে আক্ষরিক ভাবেই একটি বর্জনীয় এলাকায় পরিণত করার চেষ্টা করছে। বিশ্বকে অবশ্যইি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে হবে।”

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের শনিবার প্রকাশিত হালনাগাদ গোয়েন্দা তথ্যেও খেরসন অঞ্চলের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয় যে, এই সপ্তাহে এর আগে, খেরসনে রুশ-নিযুক্ত গভর্নর, ভ্লাদিমির সালদো দাবি করেন যে ৭০,০০০ এরও বেশি মানুষ খেরসন শহর ছেড়ে চলে গিয়েছে।

ঐ হালনাগাদ তথ্যে বলা হয় যে, সালদো এমন দাবিও করেছেন যে, “খেরসনের ক্যাথিড্রালটি থেকে, ১৮শ শতকের সুপরিচিত এক রুশ রাষ্ট্রনায়ক, প্রিন্স গ্রিগরি পোটেমকিন এর সমাধি থেকে তার দেহাবশেষ রাশিয়া নিপ্রো নদীর পূর্ব দিকে সরিয়ে নিয়ে গিয়েছে।”

প্রতিবেদনটিতে বলা হয়, “রাশিয়ার জাতীয় পরিচায়কে, ১৮শ শতকে ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার দখলে আনার ক্ষেত্রে পোটেমকিন গভীরভাবে জড়িত এবং এটি এই বিষয়টিই তুলে ধরে যে, পুতিন প্রায় নিশ্চিতভাবেই আক্রমণের আপাত ঐতিহাসিক যৌক্তিকতার উপর কতটা গুরুত্ব দেন।”


XS
SM
MD
LG