অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার সরকার ও টিগ্রায় বাহিনী যুদ্ধ শেষ করতে সম্মত হয়েছে


বাম দিক থেকে কেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, ইথিওপিয়া সরকারের প্রধান আলোচক রেদওয়ান হুসেইন, আফ্রিকান ইউনিয়নের দূত ওলুসেগুন ওবাসাঞ্জো, প্রধান টিগ্রায় আলোচক গেটাচেউ রেডা এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ফুমজিল ম্লামবো-এনগুকা।
বাম দিক থেকে কেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, ইথিওপিয়া সরকারের প্রধান আলোচক রেদওয়ান হুসেইন, আফ্রিকান ইউনিয়নের দূত ওলুসেগুন ওবাসাঞ্জো, প্রধান টিগ্রায় আলোচক গেটাচেউ রেডা এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ফুমজিল ম্লামবো-এনগুকা।

৪ নভেম্বর ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে টিগ্রায় বাহিনী ও ফেডারেল সরকার এবং প্রতিবেশী ইরিত্রিয়াসহ এর আঞ্চলিক মিত্রদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ২ বছর পূর্তি হবে।

বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষেরই নৃশংসতা ও যুদ্ধাপরাধের ইতিহাস রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আফ্রিকান ইউনিয়নের শান্তি আলোচনার পর বুধবার শেষের দিকে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা যুদ্ধ শেষ হতে পারে বলে আশাবাদ জাগিয়েছে।

ইথিওপিয়া সরকার এবং টিগ্রায় বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহের আলোচনার পর দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে সম্মত হয়েছে।

ওবাসাঞ্জোর নেতৃত্বে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ায় ১০ দিনের আলোচনার পর চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিতে টিগ্রায় বিদ্রোহী গোষ্ঠীকে পুনরায় একত্রীকরণ এবং ওই অঞ্চল থেকে জাতীয় সেনাবাহিনীকে ফিরিয়ে নেয়ার বিনিময়ে তাদেরকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উভয় পক্ষের অবিশ্বাসের কারণে চুক্তির এই অংশটি পূরণ করা কঠিন হতে পারে।

যুদ্ধরত দলগুলোও ঘৃণামূলক বক্তব্যের অবসান ঘটাতে সম্মত হয়েছে। এসকল বক্তব্য দুই বছরের পুরোনো এই সংঘাতের আগুনে নানা সময় ঘি ঢেলেছে।

হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়া এ যুদ্ধের অবসানের উপায় খুঁজে বের করতে যুদ্ধরত পক্ষগুলো আলোচনার টেবিলে আসতে ব্যর্থ হওয়ার পরে এই চুক্তি সম্পন্ন হওয়াকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইথিওপীয় বাহিনী এবং টিগ্রায় বিদ্রোহী গোষ্ঠী এই বছরের শুরুর দিকে যুদ্ধ শেষ করার জন্য অনুরূপ একটি চুক্তিতে পৌঁছেছিল, কিন্তু দুই পক্ষই প্রায় ৫ মাসব্যাপী ওই যুদ্ধবিরতি ভঙ্গ করে আগস্টে পুনরায় যুদ্ধ শুরু করে।

XS
SM
MD
LG