অ্যাকসেসিবিলিটি লিংক

এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্য বৈচিত্র্য ও অংশিদারিত্বে জোর দিচ্ছে বাংলাদেশ


পণ্য বৈচিত্র্যের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয। একইসঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ কর্মী প্রয়োজন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ঢাকায়, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ কথা বলেন।

দক্ষ কর্মীদের জন্য মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ, সুস্বাস্থ্য ও টেকসই কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন বাণিজ্য সচিব। তিনি বলেন, “এই বিষয়গুলো চ্যালেঞ্জ মোকাবেলার এই যুগে, প্রতিযোগিতায় টিকে থাকাতে বিশেষভাবে প্রয়োজন।”

বিএফটিআই এলডিসি উত্তরণ পরবর্তী বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো শনাক্তকরণ ও মোকাবেলায় চারটি খাত নিয়ে গবেষণা করছে। খাতগুলো হলো; তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ। পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রোডম্যাপে মৎস্য ও পশুসম্পদকে উল্লেখ করা হয়েছে।

XS
SM
MD
LG