অ্যাকসেসিবিলিটি লিংক

নদীর চরে আটকা পড়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবোঝাই জাহাজ


নদীর চরে আটকা পড়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবোঝাই জাহাজ
নদীর চরে আটকা পড়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবোঝাই জাহাজ

বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলায়, পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ চড়ে আটকা পড়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় এমভি জুমায়রা-১ নামে কার্গোটি চড়ে আটকে তলা ফেটে যায়। এখনও পর্যন্ত জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে পারেনি। জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন।

মোংলা বন্দরে নোঙ্গর করা একটি বিদেশি জাহাজ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে, কার্গো জাহাজটি রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো।

কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী জানান, “৫ নম্বর অ্যাংকোরেজ-এ নোঙ্গর করা বিদেশি জাহাজ এমভি পিথগোরাস থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলাম। পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে ডুবচরে ধাক্কা লেগে জাহাজের তলা ফেটে যায়। এসময় জাহাজটি নদীর চড়ে উঠে যায়। জাহাজটি ঝুঁকিমুক্ত রয়েছে।”

XS
SM
MD
LG