অ্যাকসেসিবিলিটি লিংক

মেড ইন বাংলাদেশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ- ২০২২’ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৩ নভেম্বর) কেয়ার ফর ফ্যাশন প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধন করা হয়; চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই আয়োজনের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরা।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক পণ্যের অংশীদারিত্ব বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।শতাধিক বিদেশি ক্রেতা ও প্রতিনিধি সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘দ্য আনটোল্ড স্টোরিজ অফ বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি: ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল গুড প্রাক্টিসেস’ ও ‘বিউটি অফ বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শনিবার বিজিএমইএ সভাপতি গণমাধ্যমকে বলেছিলেন, “আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে।”

XS
SM
MD
LG