অ্যাকসেসিবিলিটি লিংক

নাটোরে বিস্ফোরক আইনে বিএনপির ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


বাংলাদেশের নাটোরের লালপুরে বিএনপি কার্যালয়ের পাশে পাঁচটি ককটেল ও দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায়, বিএনপি ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।

লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হালদার ও স্থানীয় যুবলীগ কর্মী শরিফুল নেওয়াজ বাদী হয়ে শনিবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিএনপির পৌরসভা শাখার আহ্বায়ক নজরুল ইসলামসহ দলটির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালপুর সার্কেল) শরীফ আল রাজীব বলেন, “ ঘটনার পর বিএনপি অফিসের পাশ থেকে পাঁচটি ককটেল ও দুটি বোমার মতো বস্তু উদ্ধার করা হয়। পরে পুলিশ কার্যালয়টি সিলগালা করে দেয়।”

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান যে এ মামলায় এখনও কাউকে আটক করা হয়নি।

XS
SM
MD
LG