অ্যাকসেসিবিলিটি লিংক

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার,মন্ত্রিসভায় সংশোধনী অনুমোদন


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) অধ্যাদেশ-২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। যাতে কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে, বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা সরকারকে দেয়।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “বিইআরসি শুল্ক হার নির্ধারণের বিষয়ে পর্যালোচনা এবং সিদ্ধান্ত নিতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং এটি একটি দীর্ঘ সময়। সংশোধনীটি করা হচ্ছে, যাতে সরকার এখনকার মতো পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে জ্বালানি মূল্য নির্ধারণ করতে পারে।”

মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি ব্যবস্থাপনায় জ্বালানি ও জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

XS
SM
MD
LG