অ্যাকসেসিবিলিটি লিংক

ওএমএসের মাধ্যমে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি


সয়াবিন তেল
সয়াবিন তেল

বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৫ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি প্রস্তাব অনুসারে, টিসিবি খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির জন্য স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এই সয়াবিন তেল সংগ্রহ করবে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিও) ভার্চুয়াল বৈঠকে সয়াবিন তেল সংগ্রহের এই প্রস্তাব অনুমোদন করেছে। বৈঠকে সার আমদানির দুটিসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিসিজিপি সভার সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

মোট ৮০ হাজার মেট্রিক টন (এমটি) সার আমদানির বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব কমিটির অনুমোদন পেয়েছে।

এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৩৫৮ কোটি ৪৮ লাখ টাকায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৫০ হাজার মেট্রিক টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) আমদানি করবে।

প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৬৭৯ ডলার (ইউএস) ৬৫ সেন্ট। এর আগে প্রতি মেট্রিক টন সারের দাম ছিল ৭৭৮ ডলার ১৭ সেন্ট।

বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে ১৫০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানি করবে।

প্রতি মেট্রিক টন টিএসপির দাম হবে ৪৭৪ ইউএস ডলার। আগে প্রতি মেট্রিক টন টিএসপির দাম ছিল ৬৮৭ ডলার ২৫ সেন্ট।

কমিটি ঢাকা ওয়াসার স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রস্তাব অনুমোদন করে।

XS
SM
MD
LG