অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের বিক্ষোভের বিষয়ে নীরবতা, কিন্তু বিশ্লেষকরা বলছেন আফ্রিকা নজর রাখছে


চীনের পিপলস আর্মড পুলিশের একজন সদস্য মাস্ক পরে কভিড-১৯ ‘এর সময়ে রাস্তায় পাহারা দিচ্ছেন। ডিসেম্বর ১,২০২২
চীনের পিপলস আর্মড পুলিশের একজন সদস্য মাস্ক পরে কভিড-১৯ ‘এর সময়ে রাস্তায় পাহারা দিচ্ছেন। ডিসেম্বর ১,২০২২

১৯৮৯ সালের পর থেকে চীন সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ প্রত্যক্ষ করছে। বিশ্লেষকরা বলছেন যে প্রধানত অর্থনৈতিক উদ্বেগের কারণেই আফ্রিকার সরকারগুলি ঘনিষ্ঠভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

চীনের বিভিন্ন শহরের গণবিক্ষোভ ছড়িয়ে পড়ায় গত কয়েক দিন ধরে সারা বিশ্বের দৃষ্টি নিবদ্ধ সেখানে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অজনপ্রিয় "জিরো-কোভিড" নীতির অংশ হিসাবে ক্রমাগত কঠোর কোভিড-১৯ লকডাউনের কারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

এই বিক্ষোভ একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ সৃষ্টি করেছে ফলে একে তিয়েনেনমেন স্কোয়ারের সাথে তুলনা করা হচ্ছে। বিক্ষোভকারীরা উচ্চস্বরে: "পদত্যাগ করুন, শি জিনপিং! পদত্যাগ করুক, কমিউনিস্ট পার্টি বলে শ্লোগান দেয়।

যুক্তরাষ্ট্র ও জার্মান সরকার বলেছে, তারা চীনে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করে তবে আফ্রিকা এ বিষয়ে নীরবতা পালন করছে।

XS
SM
MD
LG