অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রধান:ইরানের সঙ্গে সম্পর্ক আগের পর্যায়ে ফিরিয়ে নেয়া প্রয়োজন


২৩ ডিসেম্বর, ২০১৯ এ ইরানের আণবিক শক্তি সংস্থা কর্তৃক প্রকাশিত এই ছবিতে ভারী জল চুল্লির সেকেন্ডারি সার্কিটটি ইরানের আরাকের কাছে দেখানো হয়েছে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার চেষ্টা বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে।
২৩ ডিসেম্বর, ২০১৯ এ ইরানের আণবিক শক্তি সংস্থা কর্তৃক প্রকাশিত এই ছবিতে ভারী জল চুল্লির সেকেন্ডারি সার্কিটটি ইরানের আরাকের কাছে দেখানো হয়েছে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার চেষ্টা বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান শুক্রবার বলেছেন, পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ইরানের যে তথ্য সরবরাহ করা উচিত তা নিয়ে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাথে মতবিরোধে রয়েছে বলে মনে হচ্ছে।

রাফায়েল গ্রোসি রোমে অনুষ্ঠিত একটি সম্মেলনে বলেন, "আইএইএ'র প্রতি বাধ্যবাধকতা প্রসঙ্গে আমরা ইরানের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পারিনি।" তেহরানের সম্প্রতি দেওয়া পরমাণু পরিশোধন ক্ষমতার উন্নয়ন ঘটানো বিষয়ক ঘোষণা নিয়ে তার উদ্বেগের কথাও জানান তিনি। "আমাদের সম্পর্ককে আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার"।

গ্রোসি বলেন, তিনি "এখনও আশাবাদী " যে তেহরান কয়েক বছর আগে তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের অপ্রত্যাশিত চিহ্ন আবিষ্কারের ব্যাখ্যা দেবে।

আইএইএ'র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গত নভেম্বরে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার একটি সফরে সম্মত হয়েছে। যাতে তারা দীর্ঘদিনের এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারে।

তবে বৈঠকটি এখনও অনুষ্ঠিত হয়নি।

বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ব্যাখ্যাবিহীন এই ইউরেনিয়াম কণার বিষয়টি ব্যাপক আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান এখন এই আলোচনার অংশ হিসেবে আইএইএ'র তদন্ত বন্ধ করার চেষ্টা করছে বলে পশ্চিমা শক্তিগুলো অভিযোগ তুলছে।

গত মাসে ইরানের তার ফোরডো পারমাণবিক স্থাপনায় ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করার ঘোষণায় তিনি উদ্বিগ্ন ছিলেন বলেও উল্লেখ করেন গ্রোসি।

ইরান পারমাণবিক অস্ত্রের কথা অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যেই করা।

XS
SM
MD
LG