অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলা


বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলা।
বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলা।

বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হলো বাংলাদেশের বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। নগর-সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ খেলার আয়োজন করে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কুষ্টিয়া দপ্তরের লাঠি কৌশলীরা এ খেলায় অংশ নেন।

ঐতিহ্যবাহী এ খেলা দেখতে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপভোগ করেন লাঠির কসরত। ঢোলের তালে তালে প্রতিপক্ষকে আঘাত এবং পাল্টা আঘাত মোকাবেলায় ছিল টানটান উত্তেজনা।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কুষ্টিয়া দপ্তরের টিম পরিচালক মিজানুর রহমান বলেন, “ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যাচ্ছে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছি। সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতা পেলে খেলাটি আরও জনপ্রিয়তা করা যেতো।”

XS
SM
MD
LG