অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেন সংঘাতে এগারো হাজার শিশু হতাহত হয়েছেঃ জাতিসংঘ


ইয়েমেনের সানার উপকণ্ঠে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের একটি শিবিরে একটি মেয়ে তার কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ১ মার্চ, ২০২১। ফাইল ছবি।
ইয়েমেনের সানার উপকণ্ঠে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের একটি শিবিরে একটি মেয়ে তার কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ১ মার্চ, ২০২১। ফাইল ছবি।

জাতিসংঘ বলছে, ২০১৫ সাল থেকে ইয়েমেনে ১১ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সংখ্যা অনেক বেশি। সৌদি নেতৃত্বাধীন জোট যখন সংঘাতে যোগ দিয়েছিল তখন থেকে শুধুমাত্র জাতিসংঘের যাচাইকৃত ঘটনাগুলো এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, “হাজার হাজার শিশুর জীবন নাশ হয়েছে,আরও কয়েক হাজার শিশু প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।”

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনের রাজধানীর নিয়ন্ত্রণ দখল করে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের প্রথম দিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে বিমান হামলা শুরু করে।

এই সংঘাত ইয়েমেনের জনগণের জন্য বিপর্যয় ডেকে এনেছে, দেশটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ফেলেছে।

জাতিসংঘ বলেছে, ইয়েমেনের জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশের মানবিক সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG