অ্যাকসেসিবিলিটি লিংক

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০২২ সালে মারা গেছেন ১ হাজার ৩৪ জন শ্রমিক: বিলস


কর্মক্ষেত্রে দুর্ঘটনা
কর্মক্ষেত্রে দুর্ঘটনা

বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিলস) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে মোট এক হাজার ৩৪ জন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন এবং এক হাজার ৩৭ জন আহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত বিলস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ২০২১ সালের তুলনায় গত বছর হতাহতের ঘটনা ২ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়, “কর্মক্ষেত্রে 'দমনের' কারণে মোট ১৩৫ জন শ্রমিক মারা গেছেন এবং ১৫৫ জন আহত হয়েছেন। শ্রমিকদের অসন্তোষের ১৯৬টি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ১১৫টি ছিল পোশাক খাতে।

২০২২ সালের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিলস এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯৯ জন নিহত বা ৪৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবহন খাতে, যা একক খাত হিসেবে সর্বোচ্চ।

XS
SM
MD
LG