অ্যাকসেসিবিলিটি লিংক

২০২৩ সালে ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর আশা করছে বাংলাদেশ


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন যে চলতি বছর নতুন ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর প্রত্যাশা করছে সরকার। শুক্রবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর মির্জাজাঙ্গালের একটি হোটেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্লোমা প্রকৌশলী সমিতির এক সম্মেলনে এস কথা জানান তিনি।

ইমরান আহমদ বলেন, “আমাদের শ্রম বাজার সম্প্রসারিত হচ্ছে। এতে বাড়বে প্রবাসী আয়। চীনে বড় শ্রমবাজার সৃষ্টি হচ্ছে। এছাড়া রোমানিয়া, গ্রিস ও ইতালিতে এখন মানুষ যাচ্ছে। লিবিয়াতেও লোক পাঠানোর চেষ্টা চলছে।” বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের দেশেও দাম বেড়েছে। তবে, খাদ্যের দাম নাগালের বাইরে যায়নি। এটিকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকার কাজ করছে।”

দক্ষতা অর্জন করে ও নিয়ম মেনে বিদেশে যাওয়ার জন্য আহ্বান জানান বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, “আমাদের দেশের লোকেরা বিদেশে যে কাজে যায়, সেখানে গিয়ে তা ছেড়ে দেয়। এতে করে দেশের সম্মান ক্ষুন্ন হয়।”

XS
SM
MD
LG