অ্যাকসেসিবিলিটি লিংক

জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শিক্ষা বিভাগ


পরীক্ষার হলে শিক্ষার্থীরা
পরীক্ষার হলে শিক্ষার্থীরা

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায়, ২০২২ ও ২০২৩ সেশনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব আক্তার উন্নিসা শিউলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা-২০২১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে, জেএসসি ও জেডিসি বা বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কোন বিধান রাখা হয়নি। তাই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত (জেএসসি ও জেডিসি) নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG