অ্যাকসেসিবিলিটি লিংক

দিনাজপুরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার


দিনাজপুরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের দিনাজপুরে মিছিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) সকালে শহরের স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং বিএনপির ১০ দফার সমর্থনে কর্মসূচি পালনের জন্য জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রমোদা পরিবহনের একটি বাসে করে শহরের স্টেশন এলাকায় যায়। এরপর, সকাল ৭ টার দিকে বিক্ষোভ মিছিল করে তারা। পরে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ বাসে চড়ে পালাবার চেষ্টা করে। এসময় জেলার কোতোয়ালি থানার পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (এসআই) তানভীরুল ইসলাম তানভীর জানান, “চিরিরবন্দর ও দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা বাসে করে শহরে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছিল। এসময় লাঠি ও দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বাসও জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।”

XS
SM
MD
LG