অ্যাকসেসিবিলিটি লিংক

‘সহিংসতার নীতি’র কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া


Iদক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সরবরাহ করা এই ছবিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি বোমারু বিমান (মাঝে), এফ-২২ ফাইটার জেট এবং দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৩৫ ফাইটার জেট (নিচে) দক্ষিণ কোরিয়ায় একটি যৌথ বিমান মহড়ার সময় উড়ছে। ১ জানুয়ারি, ২০২৩। ফাইল ছবি।
Iদক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সরবরাহ করা এই ছবিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি বোমারু বিমান (মাঝে), এফ-২২ ফাইটার জেট এবং দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৩৫ ফাইটার জেট (নিচে) দক্ষিণ কোরিয়ায় একটি যৌথ বিমান মহড়ার সময় উড়ছে। ১ জানুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের ধারণা প্রত্যাখ্যান করেছে, ওয়াশিংটনের কার্যক্রমকে “পূর্ণ মাত্রার আক্রমণাত্মক” বলে অভিযোগ করেছে যা কোরীয় উপদ্বীপকে “যুদ্ধক্ষেত্রে” পরিণত করছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক “যুক্তরাষ্ট্র এবং এর ভাড়াটে বাহিনীর বেপরোয়া সামরিক সংঘাতমূলক এবং সহিংসতামূলক কর্মকাণ্ডের” বিরুদ্ধে অভিযোগ করেছে।

কোরিয়ার পশ্চিম উপকূলে পীত সাগরে যুক্তরাষ্ট্র বি-১বি দূরপাল্লার বোমারু বিমান এবং গুপ্ত যোদ্ধাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়ার একদিন পরে এই বিবৃতি প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া জানায়, তাদের সামরিক শক্তির বর্ধিত প্রদর্শন উত্তর কোরিয়ার উস্কানির প্রতিক্রিয়া। উত্তর করিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড নানান উপায়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।

উত্তর কোরিয়া গত বছর অন্তত ৯৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা দেশটির আগের রেকর্ড ভেঙে অনেক দূর ছাড়িয়ে গেছে।

বছর শেষের ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধাস্ত্রের দ্রুত বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

এই পদক্ষেপগুলো দক্ষিণ কোরিয়াকে বিচলিত করেছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই তবে দেশটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার ওপর নির্ভর করে।কিন্তু দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করতে গিয়ে উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করেছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে “সহিংস নীতি” কার্যকর করার অভিযোগে দায়ী করেছে। দেশটি প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ত্বড়িত প্রতিক্রিয়া জানাবে।

এমনকি যুক্তরাষ্ট্র তার সামরিক তৎপরতা বাড়ালেও তারা বারবার উত্তর কোরিয়ার সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র কোভিড-১৯ ত্রাণ সহায়তারও প্রস্তাব দিয়েছে।

উত্তর কোরিয়া বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারা এগুলোকে “সময়ক্ষেপণের” একটি “নির্লজ্জ” প্রচেষ্টা বলে অভিহিত করেছে।


XS
SM
MD
LG