শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-এর ব্যবহারের জন্য সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বা এয়ার ফোর্স-এর যে বিমান ব্যবহৃত হয় তার নাম-ই ‘এয়ার ফোর্স ওয়ান’।
প্রেসিডেন্টস ডে 🇺🇸 অপ্রতিদ্বন্দ্বী ‘এয়ার ফোর্স ওয়ান’

৫
✈️ ‘এয়ার ফোর্স ওয়ান’-কে কখনও কোনও টার্মিনালে দেখা যায় না। কারণ এটি কখনওই কোনও টার্মিনাল-এ নামে না। যেখানে ‘এয়ার ফোর্স ওয়ান’ নামে, সে সেখানেই অপেক্ষা করে, যাতে যেকোনও জরুরি পরিস্থিতিতে কয়েক মিনিটের নোটিসেই তা প্রেসিডেন্টকে নিয়ে উড়ান শুরু করতে পারে।

৬
✈️ ‘এয়ার ফোর্স ওয়ান’-এর গতি ঘন্টায় ৬০০ মাইল এবং এটি সর্বোচ্চ ৪৫,১০০ ফিট অল্টিটিউড পর্যন্ত পৌঁছতে পারে।
✈️ আনুমানিক ২০০,০০০ ইউএস ডলার এক ঘন্টায় খরচ হয় ‘এয়ার ফোর্স ওয়ান’কে চালনা করার জন্য।

৭
✈️ ‘এয়ার ফোর্স ওয়ান’কে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে প্রেসিডেনশিয়াল এয়ারলিফট গ্রুপ, যা হোয়াইট হাউজ মিলিটারি অফিস-এর অংশ।