অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লিংকেন ল্যাভরভকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (ওপরে মাঝে) নয়াদিল্লিতে জি টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে হেঁটে অতিক্রম করছেন। ২ মার্চ, ২০২৩।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (ওপরে মাঝে) নয়াদিল্লিতে জি টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে হেঁটে অতিক্রম করছেন। ২ মার্চ, ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে গত কয়েক মাসে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে ২০টি দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লিতে জি টুয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্লিংকেন এবং ল্যাভরভ প্রায় ১০ মিনিট কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, আলোচনায় ব্লিংকেন ল্যাভরভের কাছে তিনটি পয়েন্ট তুলে ধরেছেনঃ যুদ্ধ অবসানের লক্ষ্যে যতদিন লাগবে ততদিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে; নতুন স্টার্ট (এস টি এ আর টি) পারমাণবিক চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত বাতিল করা উচিত; এবং মস্কোর উচিত আটক আমেরিকান পল হুইলানকে মুক্তি দেয়া।

কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ব্লিংকেন ল্যাভরভের সাথে কথা বলতে চেয়েছিলেন।

গত গ্রীষ্মের পর এটি তাদের প্রথম যোগাযোগ ছিল। সে সময় ব্লিংকেন ল্যাভরভকে ফোনে রাশিয়া থেকে হুইলান এবং এর আগে আটক ডব্লিউএনবিএ তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিষয়ে কথা বলেছিলেন। গ্রাইনারকে পরে বন্দী রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের বিনিময়ে মুক্তি দেয়া হয়েছিল । তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুইলান রাশিয়ায় আটক রয়েছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দুই ব্যক্তি একসঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। বিশেষ করে গত বছর ইন্দোনেশিয়ার বালিতে সাম্প্রতিক জি টুয়েন্টি বৈঠকে তারা উভয়েই যোগ দিয়েছিলেন। তবে বৃহস্পতিবারের আগ পর্যন্ত তারা মুখোমুখি হননি।

XS
SM
MD
LG