অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছে বাংলাদেশের পুলিশ দল


জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য, মালিতে এমআইএনইউএসএমএ মিশনে যোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল। শুক্রবার, ৩ মার্চ, ২০২৩।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য, মালিতে এমআইএনইউএসএমএ মিশনে যোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল। শুক্রবার, ৩ মার্চ, ২০২৩।

জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতায় দায়িত্ব পালনের জন্য, বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল মালিতে এমআইএনইউএসএমএ মিশনে যোগ দিচ্ছে। শুক্রবার (৩ মার্চ) রাতে একটি বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকো এবং মালির উত্তরাঞ্চলে টিম্বাকটু অঞ্চলের গুন্ডাম এর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে এই পুলিশ দল।

শনিবার (৪ মার্চ) বিকালে বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট ( বিএনএফপিইউ)-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে ডেপুটি কমান্ডার এম জালাল উদ্দিন আহমেদ ফাহিম বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট (ব্যানএফপিইউ)-১ এর নবম রোটেশনে মিশন সদস্যদের ৭০ জন পুলিশ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন এবং পঞ্চম রোটেশনে বাকি ৭০ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন।

উল্লেখ্য, যে ১৪০ জন সদস্যের সমন্বয়ে দুটি কন্টিনজেন্টের একটি অগ্রিম দল ইতোমধ্যেই গত মাসের ১৭ ফেব্রুয়ারি মিশন এলাকায় পৌঁছেছে।

বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট (বিএনএফপিইউ)-১ এর সদস্যরা ২০১৩ সাল থেকে মালির বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাগত দায়িত্ব পালন করছে। বিএনএফপিইউ -২ এমআইএনইউএসএমএ মালি ইউনিট মালির উত্তর অংশে টিম্বাকটু অঞ্চলে, সাহারা মরুভূমির প্রাণকেন্দ্রে, গুন্ডাম এলাকায় কাজ করছে।

XS
SM
MD
LG