অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রশান্তমহাসাগরীয় সেনাপ্রধান চীনের কাছ থেকে চ্যালেঞ্জের কথা বললেন


ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন ২০২২ সালের ৮ সেপ্টেম্বর জাপানের আমামি ওশিমা দ্বীপে একটি গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের ঘাঁটিতে গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স স্টাফ জেনারেল ইয়োশিদা ইয়োশিহিদের সাথে কথা বলছেন।
ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন ২০২২ সালের ৮ সেপ্টেম্বর জাপানের আমামি ওশিমা দ্বীপে একটি গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের ঘাঁটিতে গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স স্টাফ জেনারেল ইয়োশিদা ইয়োশিহিদের সাথে কথা বলছেন।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার সম্প্রতি ঐ অঞ্চলে চীনের সামরিক গঠনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর একটি সার্বিক বর্ণনা দিয়েছেন। সম্ভাব্য চীনা আগ্রাসনকে কার্যকরভাবে প্রতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করা উচিত- এমন ক্ষেত্রগুলোতে অস্ত্রের ঘাটতি আছে বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সামরিক মন্ত্রী ক্রস্টিন ওয়ার্মুথের সাথে বসে ফ্লিন চীনের সামরিক বাহিনীকে অসাধারণ এবং “একটি ঐতিহাসিক ঘটনা” বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, “তারা মহড়া দিচ্ছে, অনুশীলন করছে, পরীক্ষা করছে এবং তারা সেই বাহিনীকে কোনকিছুর জন্য প্রস্তুত করছে।”

সেনাপ্রধান স্বীকার করেছেন যে, “সংঘাতের ক্ষেত্রে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রসদ সরবরাহ খুব কঠিন হবে।” এবং তিনি বলেছেন, সেনাবাহিনী প্রস্তুতির এই ক্ষেত্রটিতে মনোনিবেশ করছে।

এই অঞ্চলে চীন উল্লেখযোগ্য শক্তি সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে ১২টি বিমানঘাঁটি। এগুলো চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে পড়ে। ফ্লিন ওয়াশিংটনের ঠিক বাইরে অবস্থিত বিশাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা উল্লেখ করে বলেছেন, “এগুলোর বেশিরভাগই ডালেস বিমানবন্দরের আকারের।”

ওয়ার্মুথ উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীর বাইরে চীনের সাথে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতির দিকেও মনোযোগ দিচ্ছে। চীন এবং ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ বৃদ্ধি, দক্ষিণ চীন সাগরে বা সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে বেইজিং-এর যুদ্ধবাজ আচরণ, চীন এবং জাপানের মধ্যে বিতর্ক- এগুলোর কথা তিনি উল্লেখ করেন।

XS
SM
MD
LG