অ্যাকসেসিবিলিটি লিংক

এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সিউলে জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১ মার্চ স্বাধীনতা আন্দোলন দিবসের ১০৪তম বার্ষিকীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ১ মার্চ, ২০২৩। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৬ এপ্রিল একটি সরকারি রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে স্বাগত জানাবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের মঙ্গলবার সাংবাদিকদেরকে বলেন, প্রেসিডেন্ট ইউনের সফর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নিরাপত্তা জোটের ৭০তম বার্ষিকী উদযাপন করবে। ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে তিন বছরের দীর্ঘ কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পরে জোটটি গঠিত হয়েছিল। ওই যুদ্ধ কোরীয় উপদ্বীপকে কমিউনিস্ট-চালিত উত্তর এবং গণতন্ত্র-চালিত দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভক্ত করে।

এই সফরটি চীনের ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক উপস্থিতি, সেইসাথে জাতিসংঘের অসংখ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ভারসাম্য রক্ষার উপায় হিসেবে আঞ্চলিক অংশীদারদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখার জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রচেষ্টার অংশ।

ইউনের সফরটি হবে ২০১১ সালের পর দক্ষিণ কোরিয়ার কোনো নেতার প্রথম সরকারি রাষ্ট্রীয় সফর। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা লি মিউং-বাককে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ডিসেম্বরে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আথিতেয়তা জানানোর পর থেকে এটি বাইডেনের সাথে দ্বিতীয় রাষ্ট্রীয় সাক্ষাৎ হবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG