অ্যাকসেসিবিলিটি লিংক

সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা


রাজধানী ঢাকার উত্তরার তুরাগ এলাকায় একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টা পর নিরাপত্তারক্ষীসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৯ মার্চ) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ ইউএনবিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খিলক্ষেত থেকে নিরাপত্তারক্ষীসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দারা।

তিনি আরও জানান, গোয়েন্দারা ছিনতাই করা অর্থের বেশির ভাগই উদ্ধার করেছে। তবে তিনি উদ্ধার করা অর্থের পরিমাণ উল্লেখ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, এদিন সকাল সাড়ে ৭টায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি ব্যাংকের এটিএম বুথে টাকা জমা দিতে সাভার ইপিজেড এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঢাকার উত্তরার ১৬ নম্বর সেক্টরে ৮ জন সশস্ত্র লোকের একটি দল গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।

XS
SM
MD
LG