অ্যাকসেসিবিলিটি লিংক

পঞ্চগড়ে আহমদিয়া বিরোধী সহিংসতা: মামলা সংখ্যা বেড়ে ১৬, গ্রেপ্তার ১৭৩ জন


ফাইল ছবি- পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ।
ফাইল ছবি- পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ।

বাংলাদেশের পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় ভুক্তভোগীরা আরো তিনটি মামলা করেছেন। এ নিয়ে মামলা সংখ্যা দাঁড়ালো ১৬টিতে। এসব মামলায়, কিছু নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অন্তত ১২ হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরো আট জনকে প্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে প্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, “পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “শুক্রবার (১০ মার্চ) জুমার নামাজ। তাই শহরে ও আহমদিয়া সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আহমদিয়াদের দুটি মসজিদের আশে পাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

XS
SM
MD
LG