অ্যাকসেসিবিলিটি লিংক

সিরাজগঞ্জে বাউল অনুষ্ঠানে হামলা, আহত ৯ জন


বাংলাদেশের সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একদল অজ্ঞাতপরিচয় মানুষ হামলা চালিয়ে প্রায় ৫০টি চেয়ার, কি-বোর্ড, প্যাড ও হারমোনিয়াম ভাঙচুর করে। শুক্রবার, ১০ মার্চ, ২০২৩।
বাংলাদেশের সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একদল অজ্ঞাতপরিচয় মানুষ হামলা চালিয়ে প্রায় ৫০টি চেয়ার, কি-বোর্ড, প্যাড ও হারমোনিয়াম ভাঙচুর করে। শুক্রবার, ১০ মার্চ, ২০২৩।

বাংলাদেশের সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় শুক্রবার (১০ মার্চ) রাতে বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে একদল অজ্ঞাতপরিচয় মানুষের হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। এসময় প্রায় ৫০টি চেয়ার, কি-বোর্ড,প্যাড ও হারমোনিয়াম ভাঙচুর করা হয়।

সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি সঞ্জীব কুমার সরকার বলছেন, “শুক্রবার বিকালে সংগঠনের ১৮ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একদল লোক অনুষ্ঠানস্থলে অর্তকিত হামলা চালায়। এসময় তারা প্রায় ৫০টি চেয়ার, কি-বোর্ড,প্যাড ও হারমোনিয়াম ভাঙচুর করে।”

তিনি আরো বলেন, “এ সময় হামলাকারীদের মারধরে সাউন্ড অপারেটর সুমন ও বাউলশিল্পী হারুনসহ ৯ জন আহত হয়েছেন।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

XS
SM
MD
LG