অ্যাকসেসিবিলিটি লিংক

সমলিঙ্গ বিয়ে স্বীকৃতি দেবার বিপক্ষে ভারত সরকারঃ আদালতে পেশ করা ফাইলিং


ভারতের সুপ্রিম কোর্টের লনে একজন মালী কাজ করছেন। ২২ আগস্ট, ২০১৭, ফাইল ছবি।
ভারতের সুপ্রিম কোর্টের লনে একজন মালী কাজ করছেন। ২২ আগস্ট, ২০১৭, ফাইল ছবি।

ভারত সরকার সমকামী বিবাহকে স্বীকৃতি দেয়ার বিরোধিতা করে। ভারতের সুপ্রিম কোর্টকে দেয়া এক ফাইলিং-এ এ কথা বলা হয়েছে। তারা আদালতকে এলজিবিটি দম্পতিদের দায়ের করা বর্তমান আইন কাঠামোর চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে।

রয়টার্সের প্রত্যক্ষ করা এই ফাইলিং অনুসারে, আইন মন্ত্রক মনে করে, সমাজে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে, তবে বিবাহের আইনি স্বীকৃতি স্বাভাবিক সম্পর্কের জন্য এবং এটি বজায় রাখার জন্য রাষ্ট্রের আইনসঙ্গত আগ্রহ রয়েছে। ফাইলিংটি সকলের জন্য প্রকাশ করা হয়নি।

বিদ্যমান আইনের ব্যাখ্যা “একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্কের মাধ্যমে বিবাহের আইনি সম্পর্কের স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল।”

সাম্প্রতিক মাসগুলোতে অন্তত চারটি সমকামী দম্পতি আদালতকে সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি দেয়ার আহ্বান করেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সাথে আইনিভাবে মুখোমুখি হওয়ার অবস্থা তৈরি করেছে।

XS
SM
MD
LG