অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিদিন একশ’ মেগাওয়াট করে বিদ্যুতের চাহিদা বাড়ছে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ


বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার’-এর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে একটি কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার’-এর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে একটি কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন যে দেশে প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট করে বিদ্যুতের চাহিদা বাড়ছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানী ঢাকার বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার’-এর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে একটি কর্মশালার ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা জানান । বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিভিন্ন উপায়ে পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।”

বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, আগামী রমজানে এ বছর দেশে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে বলে বিদ্যুৎ খাতের বিভিন্ন সূত্র পূর্বাভাস দিয়েছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি। তবে, প্রাথমিক জ্বালানির ঘাটতির কারণে, ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। সাম্প্রতিক ডলার সংকটের কারণে, বাংলাদেশ সরকার ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে নসরুল বলেন, “সরকার এক বছরের মধ্যে প্রায় ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার চেষ্টা করবে।” তিনি জানান, “প্রায় ১৩ হাজার ডিজেল চালিত সেচ পাম্প ধীরে ধীরে সৌরচালিত পাম্পে রূপান্তর করার লক্ষ্য রয়েছে সরকারের।”

XS
SM
MD
LG