অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ড্রোনের মুখোমুখি হবার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র


২০২৩ সালের ১৬ মার্চ প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে, একটি রুশ সু টুয়েন্টি, সেভেন এমকিউ নাইন ড্রোনের পেছনে ধাওয়া করছে এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় ফুয়েল রিলিজ করছে, জানিয়েছে পেন্টাগন।
২০২৩ সালের ১৬ মার্চ প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে, একটি রুশ সু টুয়েন্টি, সেভেন এমকিউ নাইন ড্রোনের পেছনে ধাওয়া করছে এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় ফুয়েল রিলিজ করছে, জানিয়েছে পেন্টাগন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রুশ সামরিক বাধার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই বাধার ফলে মঙ্গলবার কৃষ্ণসাগরের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন ভূপাতিত হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পেছন থেকে যুক্তরাষ্ট্রের এমকিউ নাইন ড্রোনের কাছে আসার সময় একটি রুশ সুখোই সু টুয়েন্টি সেভেন জ্বালানি ডাম্প করছে এবং এটি ড্রোনের উপর দিয়ে উড়ে যায়।

দ্বিতীয় আরেকটি সুখোই সু টুয়েন্টি সেভেন একইভাবে এগিয়ে আসে এবং ড্রোনের কাছে পৌঁছানোর সাথে সাথে সেটির ভিডিও ফিড ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ড্রোনটির সাথে রাশিয়ার যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে।

একটি ফাইনাল শটে দেখা যায়, ভিডিও ফিড পুনরুদ্ধার হয়েছে এবং ড্রোনের একটি প্রপেলার বাঁকানো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এ সম্পর্কে কথা বলার একদিন পরে ভিডিওটি প্রকাশিত হয়।

কর্মকর্তারা জানায়, অক্টোবরের পর এটি ছিল দুই প্রতিরক্ষা নেতার মধ্যে প্রথম কথোপকথন।

রাশিয়া অস্বীকার করেছে যে, তার সু টুয়েন্টি সেভেন জেটগুলো যুক্তরাষ্ট্রের ড্রোনের সংস্পর্শে এসেছিল। এবং তারা দুর্ঘটনার জন্য ড্রোন চালনাকে দায়ী করছে। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, চালকবিহীন এমকিউ নাইন এখনো উদ্ধার করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার বলেছেন, এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

বুধবার অস্টিন সাংবাদিকদেরকে বলেন, “ইউক্রেন গুরুত্বপূর্ণ। এটি শুধু ইউক্রেন বা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রসঙ্গ।”

XS
SM
MD
LG