যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার স্থাপনাগুলিতে আমেরিকান বাহিনী প্রতিশোধমূলক বিমান অভিযান শুরু করার একদিন পর, শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত যোদ্ধারা সতর্ক অবস্থানে রয়েছে বলে, বিরোধী কর্মীরা জানিয়েছে। বৃহস্পতিবার ইরানের তৈরি একটি সন্দেহজনক ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদারকে হত্যা এবং অপর ছয়জন আমেরিকানকে আহত করার পর, ওই বিমান অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
বিরোধী কর্মীরা বলছে, সিরিয়ার পূর্বাঞ্চলে আমেরিকান সেনাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোঁড়ার পর পরিস্থিতি শান্তই ছিল। ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর প্রদেশের তিনটি ভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের পর পরই রকেটগুলো ছোঁড়া হয়।
যুদ্ধ বিরোধী পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেছেন, “ইরান-সমর্থিত মিলিশিয়ারা সম্ভাব্য নতুন বিমান হামলার উদ্বেগের কারণে সতর্কতা অবলম্বন করায়, ওই এলাকায় এখনো শান্তি অব্যাহত রয়েছে।”
প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেন, ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলির দ্বারা ব্যবহৃত সিরিয়ার স্থাপনাগুলিতে আমেরিকান বাহিনী বিমান হামলার প্রতিশোধ নেওয়ার পর, তাঁর কর্মীদের সুরক্ষার জন্য আরও "জোরালো" প্রতিক্রিয়া জানাবে আমেরিকান বাহিনী।
বৃহস্পতিবার ইরানের তৈরি একটি সন্দেহভাজন ড্রোন হামলার পর, ওই অভিযান চালানো হয়। ওই ড্রোন হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন এবং অপর পাঁচজন আমেরিকান সেনা সদস্যসহ একজন ঠিকাদার আহত হন।
কানাডার অটোয়াতে রাষ্ট্রীয় সফরে থাকাকালীন প্রেসিডেন্ট বাইডেন বলেন, "যুক্তরাষ্ট্র ইরানের সাথে কোনও সংঘাতে যেতে চায় না।" তবে তিনি বলেন, "ইরান এবং এর সহচরদের যুক্তরাষ্ট্রের হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।"
অধিকার কর্মীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
অন্যদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র কেভান খোসরাভিকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলি বলেছে, সিরিয়ায় ইরানি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যে কোনও আক্রমণের সাথে সাথে তেহরানও এর প্রতিক্রিয়া জানাবে।
সিরিয়ায় ইরানের পরামর্শক কেন্দ্র শুক্রবার রাতে জারি করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় আর হামলা না চালানোর জন্য সতর্ক করে দিয়েছে। সতর্ক করে দিয়ে কেন্দ্র বলেছে, অন্যথায় "আমাদেরও প্রতিশোধ নিতে হবে। আর সেটি কোনও হাল্কা প্রতিশোধ হবে না।"
সামরিক অভিযান নিয়ে আলোচনা করতে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার গভীর রাতে সিরিয়ায় আমেরিকান বাহিনীকে লক্ষ্য করে একসঙ্গে দুটি হামলা চালানো হয়। কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে, কনোকো প্ল্যান্টে একটি রকেট হামলা চালানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করছিল। ওই হামলায় একজন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছে, তবে তাঁর অবস্থা স্থিতিশীল। প্রায় একই সময়ে, দেইর এল-জোর প্রদেশের গ্রিন ভিলেজে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়, সেখানেও আমেরিকান সেনারা ছিলেন। একজন কর্মকর্তা বলেন, তবে একটি ড্রোন ছাড়া বাকি সবগুলোই গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং সেখানে কোনো আমেরিকান সেনা হতাহত হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তাটি সামরিক তত্পরতা সম্পর্কে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র শনিবার বলেন, তারা সিরিয়াসহ ওই অঞ্চলে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সৌদি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের বিরুদ্ধে ওয়াশিংটনের মনোভাব এখনো "অপরিবর্তিত রয়েছে এবং এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট।"
মুখপাত্রটি বলেন, সিরিয়ার সরকারের সাথে জড়িত আঞ্চলিক অংশীদারদের কাছে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বার্তাটি হল, "সিরীয় জনগণের পরিস্থিতির উন্নতির জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপগুলি যে কোনও আলোচনার মধ্যে সামনে আনা এবং সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত।"
কর্মকর্তাদের মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ইরাক ও সিরিয়ায় আমেরিকান বাহিনী এবং তাঁদের অবস্থান লক্ষ্য করে অন্তত ৮০টি হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বেশিরভাগই সিরিয়ায়।
ইরানের সাথে উত্তেজনা নিয়ে বাইডেন প্রশাসন এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারি এবং জুনে, পাশাপাশি ২০২২ সালের আগস্টেও সিরিয়ায় অভিযান চালিয়েছিল।
সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছে।