অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া-ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র


ইউক্রেনের ইরানি দূতাবাসের বাইরে কিয়েভে ইরান রাশিয়ার কাছে বিক্রি করা কামিকাজে ড্রোনের ঝাঁক দ্বারা শহরটি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কমপক্ষে তিনজন মানুষ মারা যাওয়ার পরে জনগণ বিক্ষোভে করছে। ১৭ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।
ইউক্রেনের ইরানি দূতাবাসের বাইরে কিয়েভে ইরান রাশিয়ার কাছে বিক্রি করা কামিকাজে ড্রোনের ঝাঁক দ্বারা শহরটি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কমপক্ষে তিনজন মানুষ মারা যাওয়ার পরে জনগণ বিক্ষোভে করছে। ১৭ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।

রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, “এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।”

প্যাটেল আরও বলেন, “আমরা ইরানের তৈরি ড্রোনের কারণে সৃষ্ট বিপর্যয় দেখেছি। এই ড্রোন ব্যবহার করে রাশিয়া কিয়েভের জ্বালানি এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাই অবশ্যই এই সম্পর্কটি এমন একটি ব্যাপার যার ওপর আমরা গভীর মনোযোগ দিচ্ছি।”

রাশিয়া তাদের পূর্ণ মাত্রার আগ্রাসন চালানোর সময় ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালাতে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

এই কৌশলের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুকে বিধ্বস্ত করা ড্রোনগুলো অন্তর্ভুক্ত। এগুলোকে মোকাবিলা করার জন্য ইউক্রেনীয় কর্মকর্তারা ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়েছেন।

সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি রাশিয়ার সরকার ইরানকে উন্নত ডিজিটাল নজরদারি সক্ষমতা অর্জনে সহায়তা করছে।

XS
SM
MD
LG