অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম আলোর সাংবাদিক শামসের জামিন নামঞ্জুর—কারাগারে পাঠিয়েছেন আদালত


আদালত প্রাঙ্গনে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস
আদালত প্রাঙ্গনে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৩৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে শামসকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আবু আনসার তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় তাঁর বাসা থেকে শামসকে সাদা পোশাকের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ধরে নিয়ে যায়।

একই দিন দৈনিক প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের এক নেতা।

XS
SM
MD
LG