অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বৈঠক চীনা দূতাবাসের সতর্কবার্তা


ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাককার্থি (ডানদিকে), এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ৫ এপ্রিল, ২০২৩।
ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাককার্থি (ডানদিকে), এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ৫ এপ্রিল, ২০২৩।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফররত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের দেখা করা উচিত হবে না বলে চীনের দূতাবাসের পক্ষ থেকে যে সতর্কতা জারি করা হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা।

ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির নেতৃত্বে ১৭ জন দ্বিদলীয় আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল সাইয়ের সাথে এক একান্ত বৈঠকে মিলত হন।

ওই বৈঠকের কয়েক ঘন্টা আগে, যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ আউটলেট, পাঞ্চবোল নিউজ জানিয়েছে, সাইয়ের সাথে বৈঠকের বিষয়ে কিছু আইনপ্রণেতাকে চীনের পক্ষ থেকে ইমেইল করে বলা হয়েছে, "এই সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে, সেই সাথে এর তীব্র বিরোধিতা করছে।"

ভিওএ-এর হাতে আসা একটি ইমেইলে চীনা দূতাবাসের কাউন্সেলর লি জিয়াং লিখেছেন, “যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে যে কোনও ধরণের আনুষ্ঠানিক সম্পর্ককে তীব্রভাবে বিরোধিতা করে চীন। এছাড়া যে কোনও যুক্তি কিংবা অজুহাত নির্বিশেষে তাইওয়ান নেতার যুক্তরাষ্ট্রে সফরের তীব্র বিরোধিতা করে। সেই সাথে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে তাইওয়ান কর্মকর্তাদের সব ধরণের যোগাযোগেরও তীব্র বিরোধিতা করে।”

ওই ইমেইল পাবার পর, আইনপ্রণেতারা বলেছেন, এতে করে তাদের পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন হবে না।

প্রতিনিধি অ্যাডাম কার্টিসের কার্যালয়ের একজন মুখপাত্র ভিওএ-কে বলেছেন, “কংগ্রেসের সদস্যরা যুক্তরাষ্ট্রের মাটিতে কার কার সাথে মিলিত হবেন, চীন তার নির্দেশ দিতে পারে না। কংগ্রেসম্যান, প্রেসিডেন্ট সাই এবং স্পিকার ম্যাকার্থির সাথে আজকের বৈঠকের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।”

অন্যদিকে, চীনা কমিউনিস্ট পার্টির হাউজ সিলেক্ট কমিটি ভিওএ-কে জানিয়েছে, বুধবারের আলোচনার জন্য ক্যালিফোর্নিয়ায় ভ্রমণকারী আইনপ্রণেতাদের মধ্যে অনেকেই দূতাবাসের পক্ষে থেকে করা ইমেইল পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

ইমেইলটিতে বলা হয়েছে, স্পিকার ম্যাককার্থি এবং অন্যান্য আইন প্রণেতাদের সাথে সাই এর অনুষ্ঠিতব্য বৈঠকটি, গণপ্রজাতন্ত্রী চীন কর্তৃক গৃহীত "এক চীন" নীতি লঙ্ঘন করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাইওয়ানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধির যুক্তরাষ্ট্র সফরকে কেবল ব্যক্তিগত এবং অনানুষ্ঠানিক হিসেবে স্বীকৃতি দেয়। অতীতে তাইওয়ানের প্রতিটি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করেছেন, এবং ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর, যুক্তরাষ্ট্রে সাইয়ের এটি সপ্তম সফর।

XS
SM
MD
LG