ঢাকা জেলায় বায়ু দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরের (ডিওই) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮টি যানবাহন, ৬টি প্রতিষ্ঠান ও ৬টি ইটভাটাকে ২০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে।
পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ডিওইয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ও খিলগাঁও এবং ধামরাই এলাকায় অভিযান চালানো হয়।
ঢাকার ধামরাই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি অবৈধ ইটভাটা থেকে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে ধানমন্ডিতে কালো ধোঁয়া ছেড়ে বায়ু দূষিত করায় ৮টি গাড়ির কাছ থেকে জরিমানা বাবদ ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ সংরক্ষণ অভিযান জোরদার করার লক্ষ্যে বুধবার থেকে মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।