অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভ জনগণের অধিকার; ঈদুল ফিতরের খুতবায় ইরানি ইমাম



ইরানের জাহেদা ঈদুল ফিতরের নামাজের সময় তোলা সুন্নি ইমাম মৌলভী আবদুল হামিদের ছবি;২১ এপ্রিল ২০২৩।
ইরানের জাহেদা ঈদুল ফিতরের নামাজের সময় তোলা সুন্নি ইমাম মৌলভী আবদুল হামিদের ছবি;২১ এপ্রিল ২০২৩।

ইরানের জাহেদানে ঈদুল ফিতরের খুতবায় শুক্রবার এক সুন্নি ইমাম বলেন, জনগণের প্রতিবাদ করার অধিকার রয়েছে। আর, সরকারকে তাদের দাবি শুনতে হবে।

তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি অডিও ফাইলে মৌলভী আবদুল হামিদকে উদ্ধৃত করে বলা হয়, জন-আকাঙ্ক্ষা হচ্ছে “রাজনৈতিক বন্দীদের মুক্তি”। আর, সরকারের উচিত বেশিরভাগ ইরানি জনতার ইচ্ছাকে বিবেচনা করা।

গত সেপ্টেম্বরে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “জাহেদানের জনগণ ন্যায়বিচার চায়। আর, অপরাধী এবং যারা মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছে তাদের শাস্তি চায়। ... আমরা জনগণের অধিকারকে অবজ্ঞা করতে পারি না।“

গত ৩০ সেপ্টেম্বর জাহেদান শহরে সুন্নিদের জুমার নামাজের পর সামরিক বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত এবং ৩০০ জন আহত হয়। সে সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিলো, শুক্রবার জুমার নামাজের পর সুন্নিরা জড়ো হয়ে পাথর নিক্ষেপ করে এবং ১৬ নম্বর জাহেদান থানায় হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘাত শুরু হয়।

ঈদুল ফিতরের খুতবায় হামিদ ইরানি জনগণের অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরেন।

তিনি বলেন,“আমাদের সহানুভূতিশীল পরামর্শ হলো মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের উচিত ইরানি জনগণের ন্যায্য দাবি মেনে নেয়া। যতদিন জনগণ অসহযোগিতা করবে এবং অসন্তুষ্ট থাকবে, ততদিন দেশে কেবল সমস্যা বাড়বে।“

সরকারকে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "জনগণের নীরবতার অর্থ এই নয় যে জাতি সন্তুষ্ট। আমাদের উচিত জনগণের সঙ্গে বসে কথা বলা। সমস্যাগুলো যে কোনো উপায়ে সমাধান করা, যাতে জনগণ সন্তুষ্ট হয়।“

সব শেষে, আবদুল হামিদ দেশে উল্লেখযোগ্য পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, ছোটখাট কোন সংস্কারের মধ্য দিয়ে জনগণের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়।

XS
SM
MD
LG