অ্যাকসেসিবিলিটি লিংক

মে দিবস: বিশ্ব শ্রমিক সমাবেশ, ফ্রান্সে পেনশন নিয়ে ক্ষোভ


ফ্রান্সের লিওতে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছেন বিক্ষোভকারীরা। (১মে, ২০২৩)
ফ্রান্সের লিওতে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছেন বিক্ষোভকারীরা। (১মে, ২০২৩)

মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিতে সোমবার মে দিবস উপলক্ষে এশিয়া, ইউরোপ এবং আমেরিকা জুড়ে রাস্তায় নেমে আসে মানুষ।বিশ্বব্যাপী কোভিড-১৯ লকডাউনের আগে শ্রমিক অসন্তোষের বহিঃপ্রকাশ এরকমভাবে দেখা যায়নি।

রাজনৈতিক অস্থিরতার কারণে তুরস্কের মতো পাকিস্তানও অভ্যন্তরীণভাবে মে দিবস উদযাপনে বাধ্য হয়। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মস্কোর বিভিন্ন কার্যক্রমকে ম্রিয়মান করে দিয়েছে। সেখানে কমিউনিস্ট নেতৃত্বাধীন মে দিবস উদযাপন একসময় বড় বিষয় ছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ফ্রান্সজুড়ে প্রায় আট লাখ মানুষ মিছিল করেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গৃহীত অবসরের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ করার সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছেন। আয়োজকরা পেনশন সংস্কারকে কঠোর সংগ্রামী শ্রমিকদের অধিকারের জন্য হুমকি হিসাবে দেখছেন। অন্যদিকে ম্যাক্রোঁ যুক্তি দিয়েছেন, জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে এটি অর্থনৈতিকভাবে প্রয়োজনীয়।

প্যারিসে শুরুতে শান্তিপুর্ণ মিছিল থাকলেও পরে তা উগ্রপন্থিদের কারণে, বরাবরের বাস্তবতার মতো সহিংস হয়ে উঠে। মোলোতোভ ককটেলের আঘাতে প্যারিসের এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং ফ্রান্সজুড়ে ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দারমানিন জানিয়েছেন।

ফরাসি ইউনিয়নের সদস্যরা অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য লড়াই করা দলগুলির সাথে যোগ দিয়েছে। তারা ম্যাক্রোঁর ব্যবসাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

উত্তর ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে হাজার হাজার ট্রেড ইউনিয়ন সদস্য মন্ত্রীদের ৭৮ শতাংশ বেতন বৃদ্ধির সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

স্বাধীন টেলিভিশন স্টেশন সোজকু জানিয়েছে তুরস্কে পুলিশ বিক্ষোভকারীদের ইস্তাম্বুলের প্রধান চত্বর তাকসিমে পৌঁছাতে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মধ্যে প্রায় এক ডজনকে আটক করে।

ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীরা সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টি আইন বাতিলের দাবি জানিয়েছে। তাদের যুক্তি হল ‘এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোরই লাভ হবে শুধু।

তাইওয়ানে, হাজার হাজার শ্রমিক স্বশাসিত দ্বীপের শ্রম নীতির অপ্রতুলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের উপর চাপ সৃষ্টি করেছে।

স্পেন জুড়ে ৭০ টিরও বেশি মিছিল অনুষ্ঠিত হয়। শক্তিশালী ইউনিয়নগুলি সতর্ক করেছে যে, যদি ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় কম বেতন মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে "সামাজিক সংঘাত" হবে।

XS
SM
MD
LG