অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কের ফেডারেল জুরি এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে


ই জিন ক্যারল, মাঝখানে, নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্ট থেকে বেরিয়ে এসেছেন। (৯মে, ২০২৩)
ই জিন ক্যারল, মাঝখানে, নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্ট থেকে বেরিয়ে এসেছেন। (৯মে, ২০২৩)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ২০ বছর আগে যৌন নিপীড়নের শিকার হবার কারণে এক কলাম লেখককে ৫০ লাখ ডলার ক্ষতিপুরণের রায় দিয়েছে নিউইয়র্কের একটি ফেডারেল জুরি। প্রেসিডেন্ট হওয়ার ২০ বছর আগে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে অভিযোগ করা হয়। ট্রাম্প ঐ অভিযোগকে "ধাপ্পা" বলে নাকোচ করে তার মানহানি করেছিলেন।

নয় সদস্যের জুরি - ছয় জন পুরুষ এবং তিনজন মহিলা - তিন ঘন্টা আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বহু বছর ধরে নারীদের কাছ থেকে ব্যাপক অভিযোগ পাবার পর এই প্রথমবারের মতো ট্রাম্পকে যৌন নিগ্রহের অভিযোগে জবাবদিহি করার জন্য বিচারের মুখোমুখি হতে হয়।

১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে ই জিন ক্যারলের দাবি প্রত্যাখ্যান করে জুরি। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয় যে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন । বর্তমানে জিনের বয়স ৭৯। সেই অভিযোগে তাকে ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেয়া হয়।

প্রকাশ্যে এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প বার বার এই অভিযোগকে “জালিয়াতি ” এবং “সম্পূর্ণ প্রতারণার কাজ” বলে দাবি করলে ক্ষতিপূরণ স্বরুপ ক্যারলকে আরও ৩০ লাখ ডলার দেয়া হয়।

ক্যারল আদালত থেকে হাসিমুখে বের হয়ে আসেন। সেসময় অন্য এক নারী তাকে চিৎকার করে বলেন, "আপনি খুব সাহসী এবং সুন্দর"। জবাবে ক্যারল তাকে ধন্যবাদ জানান।

পরে এক বিবৃতিতে তিনি বলেন, 'আমার নাম পরিষ্কার করতে এবং আমার জীবন ফিরে পেতে আমি ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছি। বিশ্ব অবশেষে আজ সত্যটা জানতে পেরেছে। এই বিজয় শুধু আমার জন্য নয়, প্রত্যেক নারীর জন্য, বিশ্বাস না করার কারণে যারা কষ্ট ভোগ করেছে।“

ট্রাম্প এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন,"এই রায় লজ্জাজনক - সর্বশ্রেষ্ঠ হয়রানির ধারাবাহিকতা।“ প্রাক্তন রাষ্ট্রপতি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বড় অক্ষরে এটি পোস্ট করেন। তিনি ক্যারল সম্পর্কে বলেন, “আমি জানি না এই নারী কে।“

XS
SM
MD
LG