কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী ৩১ মে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। কিন্তু তাঁর পাসপোর্ট নেই। তাঁর যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, সাংসদ পদ খারিজ হওয়ার পর তা ফিরিয়ে দিতে হয়েছে। শুক্রবার ২৬ মে সেই আর্জির শুনানি হবে।
এখন তাঁকে যুক্তরাষ্ট্র যেতে হবে সাধারণ পাসপোর্টধারী হিসাবে। সেই পাসপোর্টের জন্য আবেদন করতে আদালতের ছাড়পত্র চাই কারণ তিনি ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত। সেই মামলায় তিনি জামিনে মুক্ত। কিন্তু নতুন পাসপোর্টের দরখাস্ত করতে হলে আদালতের ছাড়পত্র চাই।
শুক্রবার শুনানি শেষে আদালত ছাড়পত্র দিলে নতুন পাসপোর্ট নিয়ে তিনি দেশ ছাড়তে পারবেন। কিন্তু আবেদন খারিজের পাল্টা মামলা হলে আটকে যেতে পারে যুক্তরাষ্ট্র সফর।
১০ দিনের সফরে যুক্তরাষ্ট্রের চারটি শহরে রাহুল গান্ধীর ভাষণ দেওয়ার কথা। তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন। ওভারসিজ কংগ্রেস তাঁর এই সফরের আয়োজক।