অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মধ্যপ্রদেশে কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে এল নতুন চিতা


ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতা
ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতা

ভারতে চিতার সংখ্যা বাড়াতে একের পর এক চিতাকে আনানোর উদ্যোগ নিয়েছে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ দফতর। এবার আরও এক স্ত্রী চিতা যোগ হল সেই দলে।

আগেই ১০টি চিতা ছাড়া হয়েছিল ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। এবার তাদের দলে যোগ হল আরও এক নতুন সদস্য।

ফলে এই মুহূর্তে মধ্যপ্রদেশের এই জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। দক্ষিণ আফ্রিকা থেকে নিরভা নামে ৩-৪ বছরের একটি স্ত্রী চিতাকে রবিবার ২৮মে ছাড়া হয় কুনো জাতীয় উদ্যানে। এদিন এই জাতীয় উদ্যানের আধিকারিক প্রকাশ কুমার এই বিষয়টি জানান সংবাদ মাধ্যমকে।

অবশিষ্ট চিতাগুলিকে কবে ছাড়া হবে তা বন্যপ্রাণ সংরক্ষণ কমিটির আধিকারিকরা জানাবেন এই জাতীয় উদ্যান পরিদর্শনের পর, এমনই জানা গেছে।

২০২২ এর সেপ্টেম্বর মাসে ৫টি পুরুষ চিতা এবং ৩টি মহিলা চিতা অর্থাৎ মোট ৮টি চিতা আনা হয় কুনো জাতীয় উদ্যানে। এরপর আরও ১২টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে আসে। তবে এর মধ্যে তিনটি চিতা মারা যায় চলতি মাসের শুরুতে।

XS
SM
MD
LG