অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণ সীমা চুক্তি কংগ্রেসে প্রতিনিধি সভার অনুমোদন পেয়েছে


যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে দেখা যাচ্ছে, ঋণ সীমা চুক্তি হাউসে অনুমোদিত হওয়ার পর। ৩১মে, ২০২৩।
যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে দেখা যাচ্ছে, ঋণ সীমা চুক্তি হাউসে অনুমোদিত হওয়ার পর। ৩১মে, ২০২৩।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দেশের ঋণ নেয়ার সীমা স্থগিত করতে এবং কিছু ফেডারেল ব্যয়কে সীমিত করার জন্য একটি ব্যবস্থা অনুমোদন করার পর পরের ধাপের জন্য সিনেটে পাঠিয়েছে।

সিনেটের সংখ্যাগরিষ্ট নেতা চাক শুমার এবং সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল বলেছেন, তারা আগামী দিনে সিনেটে বিলটি অনুমোদন করতে এবং তা স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানোর আশা করছেন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রক সতর্ক করেছে যে, ঋণের সীমা বাড়ানো না হলে সোমবারের মধ্যেই দেশের বিল পরিশোধের অর্থ শেষ হয়ে যাবে।

রিপাবলিকানদের আপত্তি থাকা সত্ত্বেও এই পদক্ষেপটি ৩১৪-১১৭ ভোটে পাস হয়েছে। রিপাবলিকানরা বলেছিলেন, এটি ব্যয় কমানোর ক্ষেত্রে যথেষ্ট নয়। বিলটির বিরোধিতা করা ডেমোক্র্যাটরা বলেছেন, এটি খুব বেশি ব্যয় হ্রাস করেছে।

সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের ৭১জন আইনপ্রণেতা এবং ৪৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।

বিলটি এখন সিনেটে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিদ্যমান ঋণের সীমা মওকুফ করা এবং দুই বছরের একটি বাজেট চুক্তি যা ২০২৪ সালে ফেডারেল ব্যয়কে সমান রাখে এবং ২০২৫ সাল নাগাদ এটি ১ শতাংশ বাড়বে। সম্ভবত পরবর্তী দেড় বছরে আরও ৩ ট্রিলিয়ন ডলার বা তার বেশি জাতীয় ঋণ বৃদ্ধি পাবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG