অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদের ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস ও জুন মাসের ১৫ দিনের বেতন দিতে হবে—শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান


জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান
জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ঈদ যেহেতু মাসের শেষ দিকে, তাই মালিকেরা ঈদ বোনাসের সঙ্গে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনটাও পরিশোধ করবেন।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানী ঢাকার বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভায় সভাপতি হিসেবে তিনি এ ঘোষণা দেন।

শ্রমিক নেতাদের জুন মাসের পূর্ণ বেতন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ১৫ দিনের বেতন বাধ্যতামূলক। তবে কোনো মালিকের সক্ষমতা থাকলে ইচ্ছে করলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। তবে সেটা বাধ্যতামূলক নয়।

মন্নুজান সুফিয়ান বলেন, গার্মেন্টস যেহেতু রপ্তানিমুখী শিল্প এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মালিকেরা উভয় বিষয় মাথায় রেখে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছুটির বিষয়টি নির্ধারণ করবেন।

শ্রমিক নেতারা শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থার দাবি জানালে মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শ্রমিকদের রেশনের দাবির বিষয়ে অবগত। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

মালিক শ্রমিক সবাই মিলে যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করে মন্নুজান সুফিয়ান সবাইকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান।

XS
SM
MD
LG