অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ঈদুল আজহার ছুটি হবে ৪ দিন


প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। ১৯ জুন, ২০২৩।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। ১৯ জুন, ২০২৩।

বাংলাদেশে ঈদুল আজহার ছুটি হবে ৪ দিন। আর এ ছুটি থাকবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এরপর এবিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত তিন দিন ঈদের ছুটি ছিলো। এখন ২৭ জুন-কে ঈদের ছুটিতে অন্তর্ভুক্ত করে, ছুটি ৪ দিন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ঈদের আগে, ছুটি কাটাতে গ্রামে যাওয়া মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে সরকারের একটি নির্বাহী আদেশে ২৭ জুনকেও ছুটি ঘোষণা করা হয়েছে।”

গত ঈদুল ফিতরের ছুটির মতোই ঈদুল আযহার আগের দিন, বিভিন্ন পরিবহন মাধ্যমে যাত্রীদের ভিড় কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

XS
SM
MD
LG