অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, ৫ রোহিঙ্গা নিহত


বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন; ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প ৩ বি-১৭ ব্লকের নুর আমিন; অন্য জনেরপরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। আমির জাফর বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোর ৬টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।” তিনি বলেন, “এ ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে, তারা সেখানে মারা যান।”

এপিবিএন-৮ এর অধিনায়ক জানান, তারা কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরসা এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।”

তিনি বলেন, “খবর পেয়ে এপিবিএন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধ ব্যক্তিদের রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ক্যাম্প এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।”

XS
SM
MD
LG